::দেওয়ান নাঈম, হালুয়াঘাট::ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আলী আজগর গতকাল শুক্রবার আনুমানিক সন্ধ্যা সাতটায় ঢাকার উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
হালুয়াঘাট উপজেলা বিএনপির বর্ষীয়ান এ নেতার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি ২০০৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন। পূর্বে তিনি জাসদ ও জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন। বর্ষীয়ান এই নেতা দুই বার হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি গোবরাকুড়া আমদানি-রপ্তানিকারক সমিতির মহাসচিব ছিলেন। হালুয়াঘাট আদর্শ মহিলা মহাবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান এবং মসজিদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি। তার মৃত্যুতে হালুয়াঘাটবাসী শোকাভিভূত। প্রাজ্ঞ এই রাজনৈতিক ব্যক্তিত্ব স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সূত্রে জানা যায়, তার নামাজের প্রথম জানাযা আজ শনিবার বাদ জোহর হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এবং দ্বিতীয় জানাযা
বাদ আসর ময়মনসিংহের শম্ভুগঞ্জ চরলক্ষীপুর কাসিমুল উলুম গোরস্তান মাদ্রাসা জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযা শেষে তার পিতা সাবেক এমপিএ আলহাজ্ব আব্দুল জলিল মিয়ার কবরের পাশে সমাহিত করা হবে।