দেওয়ান নাঈম,হালুয়াঘাট:করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধকল্পে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে হালুয়াঘাট উপজেলা ছাত্রলীগনেতা মো.শাবজালুর রহমান হিল্লোল।
মঙ্গলবার সকালে হালুয়াঘাট উপজেলা ছাত্রলীগনেতা মো.শাবজালুর রহমান হিল্লোল এর উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামীন বাজার ও এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় ছাত্রলীগনেতা শাবজালুর রহমান হিল্লোল বলেন,মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমার নিজস্ব অর্থায়নে উপজেলার বিভিন্ন গ্রামীন বাজার ও এলাকায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করি।আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে।