নালিতাবাড়ী: শিক্ষা অধিদপ্তরের আর্থিক মঞ্জুরীর খাতের অনুদান কে করোনা অনুদান ভেবে কম্পিউটার দোকান গুলোতে আজও শিক্ষার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি মোতাবেক জানা যায় এমপিওভূক্ত ও নন এমপিওভূক্ত প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র ছাত্রীবৃন্দ তাদের দূরারোগ্য ব্যাধি ও দৈব দূর্ঘটনায় আক্রান্ত হলে আবেদন করতে পারবেন। তবে এই বিশেষ মঞ্জুরী প্রদানের ক্ষেত্রে দুস্থ ,প্রতিবন্ধী, অসহায়,রোহগ্রস্থ, গরীব ও অনগ্রসর সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের অগ্রাধিকার দেয়া হবে । যা সরকার প্রতিবছরই দিয়ে থাকে। কিন্তু সঠিক কারণ না বুঝে করোনার অনুদান ভেবে সকাল থেকে দল বেধে শিক্ষার্থীরা শহরের কম্পিউটার দোকান গুলোতে আবেদন করতে ভীর করছে। উল্লেখ্য, গত এক সপ্তাহ যাবত সার্ভার সমস্যা থাকায় কেউ আবেদন করতে পারছে না। সচেতন মহল নিছক এটাকে সবাই গুজব বলে আখ্যায়িত করেছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ মনে করছে সচেতন মহল।