নালিতাবাড়ী (শেরপুর) :
সারাদেশের সাথে এক যোগে শেরপুরের নালিতাবাড়ীতে কোভিট-১৯ করোনা ভাইরাসে টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
৭ ফেব্রুয়ারী রোববার সকালে নালিতাবাড়ী উপজেলা হাসপাতালের আয়োজনে হাসপাতালের বহির্বিভাগে কোভিট – ১৯ টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম। উপস্থিত ছিলেন উপজেলা স্বস্থ্য ও পরিবার কর্মকর্তা রেহমা সারোয়াত সালাম, হাসপাতালে কর্তব্যরত চিকিতসকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলায় প্রথম টিকা গ্রহন করেন নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা: নাকিবুল মাজেদ।
রোববার সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত টিকা দেওয়ার প্রথম দিনে ১১৬ জনকে কিা দেওয়া হয়।
সুরক্ষা অ্যাপে নিবন্ধন যেভাবে করা যাবে...
www.surokkha.gov.bd - এই ওয়েব পোর্টালে প্রয়োজনীয় তথ্য দিয়ে টিকার জন্য নিবন্ধন করতে হবে।
নিবন্ধন সম্পন্ন হলে মোবাইল এর মাধ্যমে ভ্যাকসিনের তারিখ জানিয় দেয়া হবে। অথবা ভোটার আইডি কার্ড নিয়ে কেন্দ্রে গেলে নিবন্ধন করা যাবে।
নিবন্ধনের ভিত্তিতে কেউ টিকা দেয়ার পর তাকে একটি কার্ডে পরবর্তী ডোজের সময় ও তারিখ লিখে দেয়া হবে।
প্রথমটি নেয়ার চার থেকে ১২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ নিতে হবে। নাহলে প্রথম ডোজ অপচয় হয়ে যাবে।
তবে স্বাস্থ্য অধিদফতর বলছে দেরি না করে প্রথম ডোজের চার সপ্তাহের মধ্যেই দ্বিতীয় ডোজ নিতে।