::হাফিজুল ইসলাম স্বপন::
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় একসঙ্গে ৪ বাছুর জন্ম দিল এক গৃহপালিক গাভী।
খোজঁ নিয়ে জানা যায় উপজেলার বাক্তা ইউনিয়নের কালনাজানি গ্রামের ব্র্যাক কর্মী পশুচিকিৎসক আশিকুল ইসলাম এর একটি গৃহপালিত গাভী গর্ভবতী হয়। পরে পরীক্ষা করে জানতে পারে গাভীটির গর্ভে একাধিক বাছুর আছে। পরে গতকাল শনিবার (২৩ জানুয়ারি) গাভীটি একই সঙ্গে ৪টি বাছুর জন্ম দেয়।
এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং বাছুর গুলি দেখতে উৎসক জনতা ভিড় করছে। স্থানীয় বুলবুল হোসেন জানান, একটি বাছুর প্রসবের কিছুক্ষণের মধ্যেই মারা যায়। বাকি ৩টি বাছুর ও গাভীটি এখনো সুস্থ্য রয়েছে।