আব্দুল মান্নান পল্টন, ময়মনসিংহ:: ময়মনসিংহের তারাকান্দা এলাকায় অপহরণের তিন দিন পর অপহৃত শিশু সানজিদা আক্তারের (৭) লাশ পাওয়া গেছে জঙ্গলে।
গতকাল রামচন্দ্রপুর গ্রামের তার বাড়ির জঙ্গল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সানজিদা উপজেলার রামচন্দ্রপুর এলাকার বাসীন্দা শাহজাহান আকন্দের মেয়ে।নিহত শিশুর বাবা শাজাহান আকন্দ বলেন, গত মঙ্গলবার দুপুরে বাড়ির উঠান থেকে সানজিদাকে অপহরণ করা হয় । অপহরণকালে একটি চিরকুটে লিখে যাওয়া নম্বরে অপহরণকারীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। কিন্তু নম্বরটি বন্ধ পাওয়া যায়। বুধবার অপহরণকারীরা ফোন দিয়ে বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠাতে বলে। কিন্তু টাকা না পাঠানোর ফলে আমার মেয়েকে হত্যা করা হয়েছে । নিহত সানজিদার বাবা বলেন গত বুধবার তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, নিহতের পরিবার ও স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সানজিদার লাশ উদ্ধার করা হয়েছে। তবে কারা এই অপহরণ ও হত্যাকান্ডের সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। নৃশংস এ ঘটনার সাথে জড়িতদের অবশ্যই খোজে বের করা হবে।
ডেইলি মিডিয়া / নাঈম