নালিতাবাড়ী: শেরপুরে পৌর মেয়রের বিজয় দিবসের মিছিল শেরপুরের নালিতাবাড়ীতে বিজয় দিবস উপলক্ষ্যে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌরসভা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টার দিকে পৌর শহর প্রাঙ্গণ থেকে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পৌরসভা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় আবু বক্কর সিদ্দিক তার বিগত বছরের উন্নয়ন মূলক কর্মকান্ডগুলো তুল ধরেন। সবশেষে সামনের পৌর নির্বাচনে পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য অনুরোধ করেন।