আনছারুল হক রাসেল: ময়মনসিংহের হালুয়াঘাটে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলো হালুয়াঘাটে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সারাদেশের ন্যায় বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস। জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্ যাপনের জন্য হালুয়াঘাট উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, হালুয়াঘাট থানা, বাংলাদেশ আওয়ামীলীগ, জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন সামাজিক সংগঠন সমূহ পৃথক পৃথক ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেন। কর্মসূচীর মধ্যে ছিল ৩১ বার তপোধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, জাতীয় সঙ্গীত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা।