নালিতাবাড়ী : আগামী ৩০ জানুয়ারী নালিতাবাড়ী পৌরসভা তৃতীয় ধাবে নালিতাবাড়ী পৌরসভার নির্বাচন । এই নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি ও শহর আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান ডিপুর সমর্থনে বিশাল শোডাউন ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের আড়াইআনি বাজারে ডিপুর বাসভবন থেকে শুরু হয় কয়েক হাজার সমর্থকদের অংশগ্রহণে শোডাউন করা হয়। ডিপুর সমর্থনে নানা শ্লোগানে শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে শহরের আড়াইআনি চৌরাস্তা মোড়ে এসে এক সংক্ষিপ্ত পথসভা করে সমাপ্ত করা হয়।
সংক্ষিপ্ত পথসভায় বক্তব্যে মেয়র মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান ডিপু বলেন, সবসময় আওয়ামীলীগ এর আন্দোলন, জাতীয় ও স্থানীয় নির্বাচনে সবক্ষেত্রে দলের হয়ে কাজ করেছি, এখনও করছি। তাই আশা করি, আওয়ামীলীগ থেকে আমিই মনোনয়ন পাব। এবং আগামী ৩০ জানুয়ারী নির্বাচনে মেয়র হয়ে নালিতাবাড়ী পৌরবাসীর খেদমত করারর সুযোগ পাব।