যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনায় আক্রান্ত মারা গেলেন বাংলাদেশি চিকিৎসক তৌফিকুল ইসলাম ভূঁইয়া ধিলন। স্থানীয় সময় রবিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের নর্থ শোর ইউনিভার্সিটি হাসপাতালের প্যাথোলোজিক্যাল বিভাগের ভাইস চেয়ারপার্সন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৬১ বছর। তিনি স্ত্রী এবং সন্তান রেখে গেছেন।
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (বিএমএনএ)-এর সাবেক সভাপতি ডা. তৌফিকুল আলম ভূঁইয়া ধিলন গত ১০/২২ দিন ধরে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন। তার স্ত্রী ডা. নাঈমা ভূইয়া একজন ডেন্টিস। তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রবাসীদের মাঝে নেমে আসে শোকের ছায়া।
সুত্র/সময়ের আলো