::দেওয়ান নাঈম,হালুয়াঘাট::কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) হালুয়াঘাটের দরিদ্র, বেকার জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নের ব্যাপক ভূমিকা পালন করছে।তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার বেলা ১২টায় উপজেলার ভূবনকুড়া ইউনিয়ন পরিষদ কতৃক বাস্তবায়িত ১৫ জন হতদরিদ্র এবং বেকার- যুবক যুবতীদের মাঝে সেলাই মেশিন এবং ভ্যানগাড়ী ( বিক্রয়ের জন্য মালামাল সহ) বিতরণ করা হয়েছে।
ভূবনকুড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম. সুরুজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ইউপি সদস্য ও এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপকারভোগী হতদরিদ্র যুবক-যুবতীরা সেলাই মেশিন এবং ভ্যানগাড়ী পেয়ে খুবই উচ্ছাসীত। এই প্রাপ্তী তাদের বেকারত্ব ও দারিদ্র্যতা জয়ে অবদান রাখবে বলে মতামত ব্যক্ত করেন।