::দেওয়ান নাঈম,হালুয়াঘাট ::
শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে হালুয়াঘাটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ,পৌর মেয়র খায়রুল আলম ভূঁইয়া,ওসি মাহমুদুল হাসান,উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ,ইউপি চেয়ারম্যানবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।