নালিতাবাড়ীর হাসনা হেনার প্রথমবারের ম্যাশআপ রিলিজ
প্রকাশিত: 06:33:00 am, 2020-11-01 |
দেখা হয়েছে: 84 বার।
ডেস্ক: নালিতাবাড়ীর মেয়ে হাসনা হেনার প্রথমবারের মত করা ম্যাশআপ রিলিজ হয়েছে। ম্যাশআপটি দ্বৈত কণ্ঠে হাসনা হেনার সাথে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় প্লেব্যাক কণ্ঠশিল্পী শাকিলা সাকি। গতকাল শনিবার (৩১ অক্টোবর) ম্যাশআপ গানটি রিলিজ হয়। ম্যাশআপটি ভিডিও পরিচালনা করেছেন সাজিন খান।ম্যাশআপটি সাকি ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে। হাসনা হেনা সাথে কথা বলে জানা যায়,প্রথম বারের মতো ম্যাশআপ করেছেন। তবে তার মৌলিক গান গাওয়ার পরিকল্পনা আছে।
হাসনা হেনা বলেন, সামনে আমার দুটি মৌলিক গান রিলিজ হচ্ছে। গান দুটির গীতিকার লিয়াকত হোসেইন দিপু এবং সুরকার শাকিলা সাকি।আশা করি গান গুলো ভালো হবে।
হাসনা হেনা শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা জন্মগ্রহণ করেন। ২০১২ সালের চ্যালেন নাইনের পাওয়ার ভয়েজ সংগীত প্রতিযোগিতায় সেরা দশে সপ্তম স্থান অর্জন করেন।
বর্তমানে হাসনা হেনা টিভি চ্যানেল এবং এফএম রেডিওতে গানের শো করে থাকেন।হাসনা হেনার বেশ কয়েকটি জনপ্রিয় মৌলিক গান করেছেন।
তার জনপ্রিয় গান গুলো মধ্যে।
মন তো ভালো না,সুখে থাক সুখি হয়,একটু হলেও নষ্ট হতে, উল্লেখযোগ্য।
ম্যাশআপটি দেখুন....