নালিতাবাড়ী :
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর ব্যাঙ্গ চিত্র প্রকাশের প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমআ নালিতাবাড়ী আলেম উলামা ও তওহিদি জনতার বেনারে স্থানিয় শহিদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশ এর পর বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী শহরের প্রধান প্রধার প্রধান সড়ক পদক্ষিন শেষে শাহী ঈদগাহ ময়দানে দোয়ার মাধ্যমে শেষ করা হয়। বিক্ষোভ মিছিলে জুময়ার নামাজ শেষে পৌরসভার বিভিন্ন মসজিদ থেকে ইমাম সাহেবের নেতৃত্তে মিছিল নিয়ে শহিদ মিনারে জমায়েত হয়। প্রায় ৫ সহাশ্রাধিক মুসল্লি সবাবেশে ও মিছিলে অংশ নেয়। সমাবেশে বক্তারা বিশ^ মোসলিমদের ফ্রান্সের পন্য বয়কট আহবান জানান।