আনছারুল হক রাসেল:::: ময়মনসিংহের হালুয়াঘাটে ২ টি ব্যবসা প্রতিষ্ঠান ও ২ টি পরিবহনের বাসকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেলে হালুয়াঘাট পুরাতন বাসষ্ট্যান্ডস্থ নজরুল এন্ড ব্রাদার্স হার্ডওয়্যার কে নিয়মবহির্ভূত ওয়েল্ডিং মেশিনের সাথে গ্যাস সিলিন্ডার এলোমেলোভাবে রাখা ও লাইসেন্সের মেয়াদ না থাকার দায়ে বিশ হাজার, ধারা বাজারস্থ কিটনাশক ও প্রাণীজ খাদ্য ব্যবসায়ীকে লাইসেন্স না থাকার দায়ে ছয় হাজার, স্টেশন বিহীন যাত্রী উঠানোর দায়ে শ্যামলী বাংলা পরিবহনের এক বাসকে পাঁচশত ও ইমাম পরিবহনের এক বাসকে এক হাজার টাকা মোট সাতাশ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল করিম এবং সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভীর আহমেদ। এসময় হালুয়াঘাট থানার এ.এস.আই ওয়াহেদ মিয়া ও সঙ্গীয় পুলিশ উপস্থিত ছিলেন।