নালিতাবাড়ী (শেরপুর) :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃষকদের আম ও মিশ্র ফল চাষে আগ্রহী করতে ১০০ কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শনিবার দিনব্যাপী মাওলানা হাসমত উল্লাহ দেওবন্দী ফাউন্ডেশনের আয়োজনে সরকারি নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়ে সভাকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
স্থানীয় প্রেসক্লারে সভাপতি এম এ হাকাম হীরার সঞ্চালনায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব ও এসডিএফের চেয়ারম্যান আবদুস সামাদ। শেরপুর খামার বাড়ীর উপ পরিচালক আজিজুল হক ,উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবির,খাগড়াছরির সফল আম চাষী রোমেল বারমা চাষাীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। জানা গেছে, উপজেলার পাহাড়ী অঞ্চল গুলোতে কৃষকদের উন্নত জাতের আম চাষের পাশাপাশি মিশ্র ফল চাষে আগ্রহ বাড়াতে ১২ টি ইউনিয়নের এবং উপজাতী সম্প্রাদয়ের ১০০ জন কৃষকদের নিয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুুষ্ঠিত হয়।
এসময় হাতে কলমে বিভিন্ন ফলের কলম তৈরি করার পদ্ধতি শিখানো হয়। প্রশিক্ষণ করান উপ পরিচালক আজিজুল হক, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক কৃষিবিদ মদন চাকমা ও সাতক্ষিরার মায়া কানন নার্সারীর স্বত্বধাকারী আব্দুল্লাহ