নালিতাবাড়ী: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকার চারআলী বাজার সংলগ্ন ভোগাই নদীর উপর নির্মিত ব্রীজের দক্ষিণ পার্শ্বে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেনে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম।
ওই বালু ব্যবসায়ীর নাম নজরুল ইসলাম। তিনি রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম খোকা।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে