নালিতাবাড়ী : নালিতাবাড়ী পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও মেয়র, নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগ এর সাবেক সভাপতি আলহাজ¦ আব্দুল হালিম উকিলের স্বরণ সভা প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মেচন আগামীকাল বুধবার নালিতাবাড়ী পৌরসভা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
নালিতাবাড়ী পৌরসভার আয়োজনে স্বরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে সোস্যাল ডেভেলপমেনাট ফাউন্ডেশনের চেয়ারম্যান (এসডিএফ) এর চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব আব্দুস সামাদ ফারুক। পৌরমেয়র আলহাজ¦ আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে স্বরণ সভায় প্রেসক্লাব নালিতাবাড়ী ও নালিতাবাড়ী কাগজের উদ্যোগে প্রকাশিত আব্দুল হালিম উকিল শ্রদ্ধায় স্বরণ এর প্রকাশনার মোড়ক উন্মোচন করা হবে।
অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুসিল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সুধি সমাজ,সমাজসেবকসহ প্রায় সহ¯্রাধিক ব্যক্তিবর্গকে চিঠি দিয়ে আমন্ত্রন ও জন সাধারনকে শহরে মাইকিং অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য গত ৫ জুলাই রাতে ঢাকায় চিকিতসারত অবস্থায় সাবেক মেয়র আব্দুল হালিম উকিল ইন্তেকাল করেন।