নালিতাবাড়ীতে নাট্যশ্রামীর নয়া সভাপতি খোকন সম্পাদক সজল নিজস্ব প্রতিবেদক শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নাট্যকর্মীদের প্রাচীন সংগঠন 'নাট্যশ্রামীর' নতুন সভাপতি হয়েছেন শাহাদাত হোসেন খোকন এবং সাধারণ সম্পাদক সজল কর্মকার। শনিবার রাতে প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে এক সভায় নির্বাহী পরিষদ এ সিদ্ধান্ত নেয়। সংগঠটির সূত্রে জানা গেছে, শনিবার রাতে প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে নির্বাহী পরিষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় নাট্যশ্রমীর সভাপতি শাহাদাত হোসেন খোকন এবং সাধারণ সম্পাদক হিসেবে সজল কর্মকারকে মনোনীত করা হয়৷ এছাড়া, সাংগঠনিক সম্পাদক এ আর রাশেদকে মনোনীত করা হয়। এসময় নাট্যশ্রমীর চেয়ারম্যান রুকুনুজ্জামান জুয়েল, সদ্য বিদায়ী সভাপতি আর এ ফিরোজ, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য স্নিগ্ধ রায়হান ও অজিত বর্ধন নিতাই প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠনটির চেয়ারম্যান রুকুনুজ্জামান জুয়েল বিষয়টি নিশ্চিত করেন। প্রসঙ্গত, 'নাটক রুখবেই সব অসঙ্গতি' এ শ্লোগানকে ধারণ করে নালিতাবাড়ীর নাট্যকর্মীদের সংগঠন 'নাট্যশ্রমী' ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। নিজ প্রযোজনায় ১৯৭১, ফেরারী নিশানসহ ছয়টি নাটক মঞ্চস্থ করে সংগঠনটি। সর্বশেষ ২০১৮ সালে 'ফেরারী নিশান' নাটকটি স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে মঞ্চস্থ করা হয়।