শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সন্তান প্রভাষক মনিরুজ্জামান মনির আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৪ বছর। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রভাষক মনিরুজ্জামান মনির উপজেলার যোগানিয়া ইউনিয়নের হাজী রজব আলী ছেলে। তিনি গফরগাঁও ডিগ্রী মহিলা কলেজে চাকরিরত ছিলেন। মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, প্রভাষক মনিরুজ্জামান মনির গত ১৩ জুন হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে উন্নতি চিকিৎসার জন্য নেওয়া হয়। মনিরের অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মনিরুজ্জামান মনির স্ত্রী, দুই বছরের মেয়েসহ অসংখ্যগুণ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ মাগরিব জানাজা শেষে দক্ষিণ বাজার শাহী জামে মসজিদ করবস্থানে মরহুমের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।