নালিতাবাড়ীঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এএসএম মোশাররফ হোসেন আকন্দ (৬০) মৃত্যুবরন করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন) বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি হালুয়াঘাট উপজেলার লামুক্তা গ্রামের বাসিন্দা। মোশারফ হোসেনের পরিবার সূত্রে জানা গেছে, মোশারফ হোসেন আকন্দ ২০১৪ সালে তারাগঞ্জ ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। মঙ্গলবার তার শেষ কর্মদিবস ছিল। তবে মঙ্গলবার তিনি অসুস্থতাবোধ করলে তাকে ঢাকায় এক হাসপাতালে নেওয়া হয়। বুধবার সন্ধ্যা ৭টার দিকে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না, তা এখনো জানা যায়নি। মঙ্গলবার তার করোনার নমুনা নেওয়া হয়েছিল। তার ফলাফল এখনো আসেনি। তবে তিনি দীর্ঘদিন যাবত লিভার সংক্রান্ত রোগে ভোগছিলেন বলে জানান তার পরিবার। মোশাররফ হোসেন আকন্দের ছেলে নাজমুল সাকিব আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, তার বাবার লিডারের সমস্যা ছিল। তবে শরীরের করোনা ছিল কি না, তা এখনো জানা যায়নি। গতকাল তার বাবার করোনার নমুনা দেওয়া হয়েছিল। কিন্তু সেটার ফলাফল এখনো আসেনি। ২ জুলাই সকাল ৮ টায় তার নিজ বাড়িতে জানাযা অনুষ্ঠিত হয়।