দেশের সকল জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘ডেইলিমিডিয়া২৪.কম’ পত্রিকায় সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ চলছে। ‘ডেইলিমিডিয়া২৪.কম ’ অনলাইন সংস্করণ ইতি মধ্যে পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘ডেইলিমিডিয়া২৪.কম ’ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ ।
পদের নামঃসংবাদ প্রতিনিধি:( সংবাদকর্মী )
কর্মস্থলঃসারা বাংলাদেশ (প্রতিটি জেলা, উপজেলা, থানা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে)
যোগ্যতাঃআবেদনকারীকে ইন্টারমিডিয়েট সম্পন্ন অথবা যেকোনো বিষয় থেকে স্নাতক পাস বা সাধারন ডিগ্রী পাশ অথবা চলমান প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সংবাদকর্মী নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করার নিয়মঃ
- ছবিসহ আপনার নিজের ইমেইল থেকে অনলাইনে সিভি / জীবন বৃত্তান্ত পাঠাতে হবে। সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে ই-মেইল থেকে সিভি পাঠাবেন, পত্রিকা থেকে সেই ই-মেইলেই রিপ্লাই দেয়া হবে।
(Email: raselbondu@gmail.com )
- সিভি এর সাথে Attachment হিসাবে আপনার সদ্য তোলা ছবি, ন্যাশনাল আইডি কার্ড (স্মার্ট আইডি কার্ড), সার্টিফিকেট ফটোকপি দিতে হবে।
- যে এলাকায় আপনি অবস্থান করবেন সেই এলাকার জন্য আবেদন করবেন।
- পরিশ্রমী, মেধাবী, আগ্রহী এবং অভিজ্ঞ সংবাদকর্মীদের অগ্রাধিকার দেয়া হবে।
- নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।।
- আবেদন করার ৭২ ঘন্টা বা ৩ দিনের মধ্যে যাচাই-বাচাই করে সংবাদ প্রতিনিধি (সংবাদকর্মী ) হিসাবে কাজ করতে পারবে কি না তা নিশ্চিত করা হবে।
- নিয়মিত সবশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সঙ্গে থাকুন :
http://dailymedia24.com/
© স্বত্ব ‘ডেইলিমিডিয়া২৪.কম ’
- সম্পাদক: আনছারুল হক রাসেল
- সহসম্পাদক: রাকিবুল ইসলাম রাকিব
- বার্তা সম্পাদক: দেওয়ান নাঈম
- বার্তা ও বানিজ্যিক কার্যালয়: থানা রোড, হালুয়াঘাট, ময়মনসিংহ।
- ফোন: 01750040090/ 01914542013
- ই-মেইল raselbondu@gmail.com