আনছারুল হক রাসেল::: সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে চৌদ্দ ব্যবসায়ী ও এক পথচারীকে পচিশ হাজার তিনশত টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার হালুয়াঘাট উত্তর বাজার, মধ্যবাজার, কাচারী রোড, বাঘাইতলা বাজার, তেলিখালী বাজার ও মাজরাকুড়া বাজারে বিভিন্ন কাপড়ের দোকান, জুতার দোকান, মুদির দোকান ও কনফেকশনারি দোকান খোলা রাখার দায়ে এই জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি তানভীর আহমেদ। এ সময় সঙ্গে ছিলেন হালুয়াঘাট থানা পুলিশ।
এছাড়াও প্রয়োজন ব্যতীত অযথা বাজারে ঘোরাঘুরি করার কারণে এক ব্যক্তিকে মামলা দায়েরের মাধ্যমে জরিমানা করা হয়।
সরকারি নির্দেশ মোতাবেক ঈদের আগ পর্যন্ত , কাঁচা বাজার, ফার্মেসি, রিচার্জের দোকান, খাবারের দোকান স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বেচাকেনা করার পরামর্শ প্রদান সহ শপিং মল সহ অন্যান্য দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ।