মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী থেকেঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার প্রবীন হকার হাবিল উদ্দিন (৬৮) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি রোববার ১২ এপ্রিল ভোরে তার নিজ বাড়ী শিমুলতলায় মৃত্যু বরন করেন। তার নামজে জানাযা শিমুলতলা মসজিদ গোরস্থানে অনুষ্ঠিত হয়। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।
তিনি দৈনিক তথ্যধারা পত্রিকায় বিগত ১০ বছর পূর্বে প্রতিনিধি সাংবাদিক মাহফুজুর রহমানের মাধ্যমে হকার হিসাবে যুক্ত হন। তথ্যধারার পাশাপাশি তিনি আরো কয়েকটি পত্রিকা বিলি করতেন। সেই থেকে তিনি তথ্যধারা পত্রিকা নালিতাবাড়ীতে প্রসার প্রচার বাড়ানোর ক্ষেত্রে অন্যতম ভূমিকা রেখেছেন।