মুজিব বর্ষ উপলক্ষে দোহারে গরুর দৌড় প্রতিযোগিতা
প্রকাশিত: 10:21:00 pm, 2020-01-16 |
দেখা হয়েছে: 10 বার।
অনলাইন ডেস্ক::মুজিব বর্ষ উপলক্ষে ঢাকার দোহারে গরুর দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার মিনিকক্সবাজার খ্যাত মৈনটঘাটে এ প্রতিযোগিতা দেখতে প্রায় ১০ হাজার দর্শক সমবেত হয়।
স্থানীয়রা জানায়, বিকাল ৩টা থেকে নানা বয়সী মানুষ দলে দলে গরু দৌড় প্রতিযোগিতা দেখতে আসে। মুহূর্তে মাঠের চারপাশ ভরে ওঠে। অনুষ্ঠান স্থলকে ঘিরে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য গ্রাম্য মেলা বসে। সেখানেও উপচে পড়া ভিড় দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন আ. লীগ নেতা ফারুকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নারিশা ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন দরানী, আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন সুরুজ, সুরুজ আলম, লায়ন আব্দুস সালাম, পিয়ার আলী, চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. শাহআলম প্রমুখ।