রাকিবুল ইসলাম রাকিব : নতুন বছরকে বরন করতে শেরপুরের সংগীত শিল্পী রাজু আহমেদ এর নতুন মিউজিক ভিডিও এ্যালবাম "বিদায় বেলায়" মুক্তি পাচ্ছে আগামী পহেলা জানুয়ারি। ইতিমধ্যে রাজু আহমেদ তার একক কিছু গান দিয়ে দর্শক নন্দিত হয়েছেন। বিশেষ করে রোহিঙ্গা, সজনী গো, লাল শাড়ী, কত ফাগুন, ভালোবেসে সুখী হবো, আষাঢ়ের জল, এতো সুন্দর, লাল বেনারসী, ও যাদু সোনা, তোমাকে হারিয়ে কত রাত কেঁদেছি, ও প্রিয়জন, মা, একুশ আমার, ঈদ এসেছে, বন্ধু আমার, শুভ রাত্রী ও সর্বশেষ শিল্পীর নিজ জেলা শেরপুর পৌরসভাকে নিয়ে গান গেয়ে তিনি দর্শক নন্দিত হন। সূত্রে জানা যায়, ‘বিদায় বেলায়’ মিউজিক এ্যালবামটিতে মোট গান থাকবে চারটি। গান গুলো লিখেছেন সনামধন্য গীতিকার কামরুল হাসান। সুর করেছেন হৃদয় হাসান। আর গানটির মিউজিক ডিরেক্টর হিসেবে আছেন আহসান হাবিব ছবি ।
এ্যালবাম নিয়ে শিল্পী রাজু আহমেদ বলেন, এলবামের সবগুলো গানই অত্যন্ত যত্নসহারে তৈরী করা হয়েছে। যা অবশ্যই দর্শকদের হৃদয় কাড়বে। নতুন বছরকে সবার সুন্দর ভাবে বরন করার জন্যই আমার এই ছোট্ট প্রয়াশ। তিনি আরও বলেন, পুরোনো বছরের সব দুঃখ্, বিভেদ ভুলে, নতুন বছর হউক সবার জন্য অনেক আনন্দের এই কামনা করি। ধনী, গরিব সবাই মিলে, সব বিভেদ ভুলে আমাদের এই দেশটি নতুন ও সুন্দর ভাবে গড়ে উঠুক এই কামনা শিল্পী রাজু আহমেদ এর। তিনি দেশবাসী সকলের কাছে দোয়া প্রার্থী।