মাসুদ রানা
দাকোপের সুতারখালী ইউনিয়নে সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন শিশুদের জন্য আমরা'র উদ্দ্যোগে প্রতিবছরের ন্যায় এবার দশমীতে গুনারী শীতলচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে সুবিধাবঞ্চিত অসহায় ৭০ পরিবারের মাঝে দূর্গাপূজা উপলক্ষে বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক- শেখ ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রী আদিত্য নারায়ণ সরদার প্রধান শিক্ষক গুনারী শীতলচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রাকিব উদ্দিন, প্রভাষক শ্রী নীলকমল সানা,ব্রাক কমকর্তা গোবিন্দ লাল মন্ডল,সমাজ সেবক খোকন ঢালী ভেংকট মন্ডল । অন্যন্যর মধ্য উপস্থিত ছিলেন আমিরুজ্জামান সোহাগ, জব্বার মুহম্মদ, অনিমেষ সরদার,রাছেল ফকির,শরিফুল ইসলাম,শামিনুর রহমান, শেখ বাপ্পি,মোঃইসরাইল ,আকিব বাপ্পি,গাজি রাজু,হেলাল আহম্মেদ,আসলাম মাঝী,উত্তম মিস্ত্রি,রিয়াছাদ ফকির,জয় সরদার,তন্ময় মন্ডল,রায়হান সানা,নাজমুল হাসান,জুবায়ের ইসলাম,রাহাদ ইসলাম,তানজিল রাজু, সোহাগ,আফাজুল ইসলাম,রাফি ,রিফাত সরাদার, রাতুল ফকির,হাবিবুর রহমান,রাহাদ সরদার ,ইমামুল গাজী,আবিদ হাসান,মাসুম গাজী ,আজিজুল গাজী প্রমুখ।