মাসুদ রানা, মোংলা দুযোর্গপূর্ন আবহাওয়ার মধ্যেও আজ অষ্ঠমী পুজায় মোংলা বিভিন্ন পূজা মন্ডপে পূজাড়িদের উপচে পড়া ভীড় ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই পূজা অর্চনা ও অরাধনাসহ ধর্মীয় নানা আণুষ্ঠানিকতা পালন করছেন হিন্দু ধর্মাবলম্বিরা ।
স্থানীয় সংসদ সদস্য বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার মোংলা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বিদের শুভেচ্ছা বিনিময় করেন। এ উপজেলার ৩৬টি পুজা মন্ডপে এবার দূর্গা উৎসব পালিত হচ্ছে।