মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে গণমাধ্যমের সম্পাদক-প্রকাশকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের মধ্যেও কেউ কেউ আছেন, যাদের মাদক বিক্রেতাদের সঙ্গে দহরম-মহরম। পুলিশের মধ্যে যেমন আছে, প্রত্যেক পেশার লোকদের মধ্যেও আছে যারা পরোক্ষভাবে মাদক ব্যবসায় সহযোগিতা করেন। সবাইকে যার যার অবস্থান থেকে মাদক নির্মূলে সহযোগিতা করতে হবে।’
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু মিলনায়তনে এক সুধী সমাবেশে সিএমপি কমিশনার এসব কথা বলেন। এদিন নগরীর ডবলমুরিং থানা এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা নেটওয়ার্ক কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়।
মাদক নিয়ন্ত্রণ কার্যক্রমে সাংবাদিক ও পুলিশের ভূমিকা প্রসঙ্গে এসময় মো. মাহাবুবর রহমান আরও বলেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ- মাদক নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ কোনো ভুল করলে, সেই ভুলটুকু দয়া করে লিখবেন না। ভালো কাজের স্বীকৃতি চাই, খারাপ কাজের সমালোচনা চাই।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, আমি আশা করব, যারা আড়ালে-আবডালে, পরোক্ষভাবে মাদক বিক্রিতে সহযোগিতা করছেন, তারা এই পথ থেকে সরে আসবেন। কোন পুলিশ সদস্য মাদক নিয়ন্ত্রণ করতে গিয়ে মাদক বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট হবেন না।
রাজনীতিবিদদের উদ্দেশে সিএমপি কমিশনার বলেন, ‘মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন কাউকে আপনাদের রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে বসাবেন না। দয়া করে আপনারা মাদক বিক্রেতাদের জনপ্রতিনিধি বানাবেন না। পুলিশ মাদক বিক্রেতাদের সঙ্গে দহরম-মহরম রাখলে পুলিশ যেমন পরিত্যাজ্য তেমনি মাদক বিক্রেতার সঙ্গে যোগাযোগ রাখা ও পৃষ্ঠপোষকতা দেওয়া জনপ্রতিনিধিও পরিত্যাজ্য। সবাই মিলে এগিয়ে না এলে এই সমাজ রক্ষা করা যাবে না।’
সমাবেশে সিএমপি কমিশনার আগামী একমাসের মধ্যে পুরো নগরীকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনার ঘোষণা দেন।
সুধী সমাবেশে সভাপতিত্ব করেন সিএমপি’র উপ-কমিশনার (পশ্চিম) ফারুক উল হক। অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) মো.কামরুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক ও দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন। সমাবেশে নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারি কমিশনার আশিকুর রহমান, ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ছিলেন।
সারাবাংলা/আরডি/এনএইচ